আর্নস্ট রুস্কা
আর্নস্ট রুস্কা | |
---|---|
জন্ম | আর্নস্ট অগাস্ট ফ্রেডরিখ রুস্কা ২৫ ডিসেম্বর ১৯০৬ |
মৃত্যু | ২৭ মে ১৯৮৮ | (বয়স ৮১)
জাতীয়তা | জার্মান |
মাতৃশিক্ষায়তন | টেকনিকাল ইউনিভার্সিটি অব মিউনিখ |
পরিচিতির কারণ | ইলেক্ট্রন মাইক্রোস্কোপ |
পুরস্কার | ডাডেল মেডেল ও পুরস্কার (1975) রবার্ট কচ পুরস্কার (স্বর্ণ, ১৯৮৬) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৮৬) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ফ্রিজ হ্যাবার ইন্সটিটিউট টেকনিকাল ইউনিভার্সিটি অব বার্লিন |
ডক্টরাল উপদেষ্টা | ম্যাক্স নল |
আর্নস্ট রুস্কা (২৫শে ডিসেম্বর, ১৯০৬ - ২৭শে মে, ১৯৮৮) একজন জার্মান পদার্থবিজ্ঞানী। তিনি জার্মানির হাইডেলবুর্গে জন্মগ্রহণ করেন। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র উদ্ভাবনের জন্য তিনি ১৯৮৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
জীবনী
[সম্পাদনা]১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত রুস্কা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিখে পড়াশোনা করেন। সেখান থেকে পাশ করে ভর্তি হন টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিনে। এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেই তিনি বুঝতে পারেন, আলোর পরিবর্তে ইলেকট্রন ব্যবহার করে অণুবীক্ষণ যন্ত্র তৈরি করা হলে তা দিয়ে কোন বস্তুর অনেক গুণ বিস্তৃত ও বর্ধিত চিত্র পাওয়া সম্ভব। কারণ আলোর ক্ষেত্রে, তরঙ্গদৈর্ঘ্যের মাধ্যমে বিবর্ধনসীমাবদ্ধ হয়ে যায়। ইলেকট্রনের ক্ষেত্রে এই সীমাবদ্ধতাটা থাকে না। ১৯৩১ সালে তিনি একটি ইলেকট্রন লেন্স তৈরি করেন। এরকম অনেকগুলো লেন্সকে শ্রেণী সমবায়ে সন্নিবেশিত করে ১৯৩৩ সালে প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র তৈরি করেন।