.এএক্স
প্রস্তাবিত হয়েছে | ২০০৬ |
---|---|
টিএলডি ধরন | কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন |
অবস্থা | সক্রিয় |
রেজিস্ট্রি | অলান্দ দ্বীপপুঞ্জ সরকার |
প্রস্তাবের উত্থাপক | অলান্দ দ্বীপপুঞ্জ সরকার |
উদ্দেশ্যে ব্যবহার | অস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত অলান্দ দ্বীপপুঞ্জ |
বর্তমান ব্যবহার | অলান্দ দ্বীপপুঞ্জে ব্যাপক জনপ্রিয়। |
নথিপত্র | IANA delegation report |
ওয়েবসাইট | www |
.এএক্স হল অলান্দ দ্বীপপুঞ্জের কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ২০০৬ সালে এর অনুমোদন দেওয়া হয়। এর পূর্বে অলান্দের অধিকাংশ ওয়েবসাইট .aland.fi সাবডোমেইন এর আওতায় নিবন্ধিত ছিল।
ইতিহাস
[সম্পাদনা]১৭ ফেব্রুয়ারি, ২০০৬ সালে ফিনিশ পার্লামেন্ট .এস ডোমেইন নামের নিবন্ধন অনুমোদন করে। তখন থেকেই .এএক্স ডোমেইনকে টপ লেভেল ডোমেইনের মর্যাদা দেওয়া হয়। তিন বছরের মধ্যে .aland.fi এর আওতায় নিবন্ধিত অধিকাংশ ডোমেইন নামকে .এএক্স এর আওতায় নেওয়া হয়। বর্তমানে .aland.fi সাবডোমেইনের আওতায় কোন আবেদন গ্রহণ করা হয় না। যাদের এখনো .aland.fi সাবডোমেইন আছে তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি বার্তা প্রেরন করা হয় .এএক্স নামে তাদের ডোমেইন নাম পরিবর্তনের জন্য।[১]
৯ জুন, ২০০৬ সালে ICANN টপ লেভেল ডোমেইন হিসেবে .এএক্স এর অনোমদন দেয়।[২] ১৫ আগস্ট, ২০০৬ সাল থেকে এটি সক্রিয় হয়।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ^ Adopted Resolutions, special meeting of the board of ICANN
- ^ IANA Report on Delegation of the .AX Top-Level Domain, from IANA website
- ^ Ansökan om domännamn, The government of Åland's domain registration website
বহিঃসংযোগ
[সম্পাদনা]ইন্টারনেট ডোমেইন নাম বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |