বিষয়বস্তুতে চলুন

.এএক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(.ax থেকে পুনর্নির্দেশিত)
.এএক্স
Ålands Landskapsregeringen
প্রস্তাবিত হয়েছে২০০৬
টিএলডি ধরনকাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন
অবস্থাসক্রিয়
রেজিস্ট্রিঅলান্দ দ্বীপপুঞ্জ সরকার
প্রস্তাবের উত্থাপকঅলান্দ দ্বীপপুঞ্জ সরকার
উদ্দেশ্যে ব্যবহারঅস্তিত্বের সাথে সম্পর্কযুক্ত  অলান্দ দ্বীপপুঞ্জ
বর্তমান ব্যবহারঅলান্দ দ্বীপপুঞ্জে ব্যাপক জনপ্রিয়।
নথিপত্রIANA delegation report
ওয়েবসাইটwww.regeringen.ax/axreg

.এএক্স হল অলান্দ দ্বীপপুঞ্জের কাউন্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, ইন্টারনেট প্রদত্ত রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। ২০০৬ সালে এর অনুমোদন দেওয়া হয়। এর পূর্বে অলান্দের অধিকাংশ ওয়েবসাইট .aland.fi সাবডোমেইন এর আওতায় নিবন্ধিত ছিল।

ইতিহাস

[সম্পাদনা]

১৭ ফেব্রুয়ারি, ২০০৬ সালে ফিনিশ পার্লামেন্ট .এস ডোমেইন নামের নিবন্ধন অনুমোদন করে। তখন থেকেই .এএক্স ডোমেইনকে টপ লেভেল ডোমেইনের মর্যাদা দেওয়া হয়। তিন বছরের মধ্যে .aland.fi এর আওতায় নিবন্ধিত অধিকাংশ ডোমেইন নামকে .এএক্স এর আওতায় নেওয়া হয়। বর্তমানে .aland.fi সাবডোমেইনের আওতায় কোন আবেদন গ্রহণ করা হয় না। যাদের এখনো .aland.fi সাবডোমেইন আছে তাদের কাছে সরকারের পক্ষ থেকে একটি বার্তা প্রেরন করা হয় .এএক্স নামে তাদের ডোমেইন নাম পরিবর্তনের জন্য।[১]

৯ জুন, ২০০৬ সালে ICANN টপ লেভেল ডোমেইন হিসেবে .এএক্স এর অনোমদন দেয়।[২] ১৫ আগস্ট, ২০০৬ সাল থেকে এটি সক্রিয় হয়।[৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]