বিষয়বস্তুতে চলুন

স্টুয়ার্ট ব্রড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
স্টুয়ার্ট ব্রড
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
স্টুয়ার্ট ক্রিস্টোফার জন ব্রড
জন্ম (1986-06-24) ২৪ জুন ১৯৮৬ (বয়স ৩৮)
নটিংহ্যাম, নটিংহ্যামশায়ার, ইংল্যান্ড
ডাকনামব্রডি,ম্যালফয় ওয়েস্টলাইফ, দ্য এনফোর্সার[]
উচ্চতা৬ ফুট ৭ ইঞ্চি (২.০১ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাবোলার[], টুয়েন্টি২০ আন্তর্জাতিক, অধিনায়ক
সম্পর্কক্রিস ব্রড (বাবা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬৩৮)
৯ ডিসেম্বর ২০০৭ বনাম শ্রীলঙ্কা
শেষ টেস্ট১৪ আগস্ট ২০১৯ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৯৭)
৩০ আগস্ট ২০০৬ বনাম পাকিস্তান
শেষ ওডিআই১ ফেব্রুয়ারি ২০১৫ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই শার্ট নং৮ (পূর্বতন ৩৯)
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৫-২০০৭লিচেস্টারশায়ার
২০০৮-নটিংহ্যামশায়ার
২০১১-২০১২কিংস ইলাভেন পাঞ্জাব
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১২৯ ১১৩ ১৩১ ১৩১
রানের সংখ্যা ৩,১২৮ ৪৯৭ ৩,৪০৩ ৫৪৩
ব্যাটিং গড় ১৯.০৭ ১৩.০৭ ২২.৯৯ ১২.৩৪
১০০/৫০ ১/১২ ০/০ ১/১৭ ০/০
সর্বোচ্চ রান ১৬৯ ৪৫* ১৬৯ ৪৫*
বল করেছে ২৬,৩৩৬ ৫,৭২৯ ২৫,২৫৬ ৬,৫৫৩
উইকেট ৪৫৪ ১৭৩ ৪৭৮ ২০১
বোলিং গড় ২৮.৬৮ ২৯.০২ ২৮.১৭ ২৮.৫৪
ইনিংসে ৫ উইকেট ১৭ ২২
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৭/৪৪ ৫/২৩ ৮/৫২ ৫/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ২১/– ২৫/– ৪১/– ২৭/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ৬ ফেব্রুয়ারি ২০১৫

স্টুয়ার্ট ক্রিস্টোফার জন ব্রড (ইংরেজি: Stuart Christopher John Broad; জন্ম: ২৪ জুন, ১৯৮৬) ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের নটিংহ্যামে জন্মগ্রহণকারী ক্রিকেটার। তিনি টেস্ট ক্রিকেট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ড দলের পক্ষ হয়ে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করছেন। এছাড়াও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ড ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক তিনি। বামহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি সিম বোলারের ভূমিকায় অবতীর্ণ হন স্টুয়ার্ট ব্রড

ক্রীড়া জীবন

[সম্পাদনা]

লিচেস্টারশায়ারের পক্ষাবলম্বন করে পেশাদারী ক্রিকেটে অভিষেক ঘটে তার। লিচেস্টারশায়ার দলটি তার অধ্যয়নকৃত বিদ্যালয় ওকহ্যাম স্কুলের সাথে সম্পৃক্ত। ২০০৮ সালে নটিংহ্যামশায়ার দলে স্থানান্তরিত হন। এ কাউন্টিতেই তার জন্ম হয়। এছাড়াও, তার বাবা বিসি ব্রড এ দলের পক্ষেই ক্রিকেট খেলেছেন।

সাফল্য গাঁথা

[সম্পাদনা]

ব্যাটসম্যান হিসেবে ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ১৬৯ রান করেন। ২৬ আগস্ট, ২০১০ তারিখে লর্ড’সে অনুষ্ঠিত পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠেয় ঐ টেস্টের ৮ম উইকেট জুটিতে জোনাথন ট্রটের (১৮৪) সাথে ৩৩২ রান করার মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েন।[] প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিটি ছিল পাকিস্তানের বিপক্ষে আগস্ট, ২০১০ সালে। ২০১১ সালে তিনি নটিংহ্যামে ভারতীয় দলের বিপক্ষে হ্যাট্রিক করেন।[] ২০১২ সালে গ্রীষ্মের শুরুতে আঘাতপ্রাপ্তি থেকে ফিরে এসে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বোলিং করেন ৭/৭২ এবং ঐ খেলায় তিনি ১১ উইকেট লাভ করেন।

আইসিসি প্লেয়ার র‌্যাঙ্কিংয়ে তার সেরা অর্জন ছিল ৩নং স্থান দখল করা।[]

সাফল্য এবং সম্মাননা

[সম্পাদনা]

ম্যান অব দ্য সিরিজের পুরস্কার

[সম্পাদনা]
তারিখ খেলার ধরন বিরুদ্ধে ফলাফল
২১-২৬ মে ২০০৯ একদিনের আন্তর্জাতিক  ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২-০ তে সিরিজ জিতে
২১ জুলাই – ২২ আগস্ট ২০১১ টেস্ট  ভারত ইংল্যান্ড ৪-০ সিরিজ জিতেছে

অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ

[সম্পাদনা]
২০১১ সালের জুনে লর্ডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্রড বল করছেন।

সম্মাননা

[সম্পাদনা]

আগস্ট, ২০০৬ সালে ভোটের মাধ্যমে স্টুয়ার্ট ব্রড ক্রিকেট রাইটার্স ক্লাব ইয়ং ক্রিকেটার অব দি ইয়ার মনোনীত হন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Stuart Broad"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১০ 
  2. https://www.espncricinfo.com/ci/content/player/10617.html
  3. "Records / Test matches / Partnership records / Highest partnership for the eighth wicket"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১০ 
  4. "India in England – 2nd Test"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১২ 
  5. "Stuart Broad achieves career-best ranking"। ২৬ জুন ২০১২। ২৫ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৩ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]