বিষয়বস্তুতে চলুন

সেচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সেচ হল জমিতে ফসল ফলানোর জন্য কৃত্রিমভাবে মাটিতে পানি দেওয়ার ব্যবস্থা। স্বল্প বৃষ্টি এবং অনাবৃষ্টির সময় পানির অভাবে ফসল উৎপাদন যাতে বাধাগ্রস্থ না হয় সেজন্য গাছের বৃদ্ধি নিশ্চিত করতে কৃত্রিমভাবে জমিতে এই পানি সরবরাহ করা হয়। এই পানি সরাসরি নদী, প্রাকৃতিক জলাশয়, বাঁধ দিয়ে তৈরি কৃত্রিম জলাশয় কিংবা গভীর নলকূপ থেকে উত্তোলনের মাধ্যমে সংগ্রহ করে কিংবা কৃত্রিম খাল খনন করে পানি প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে।

সেচের ধরন

[সম্পাদনা]

সেচ বেশ কয়েকভাবে দেয়া সম্ভব। উৎসেচকের মাধ্যমে জলাধার বা উৎস থেকে জমিতে পানি সরবরাহ করা হচ্ছে সবচেয়ে প্রচলিত মাধ্যম। এছাড়াও ছোট বাগান এবং বাড়ির লনের মত ছোট জায়গায় উচ্চ চাপে স্প্রিংলারের মাধ্যমে ছিটিয়ে দিয়ে কিংবা জলপাত্র বা ঝাঁঝরি থেকে জল ঢেলেও সেচ দেয়া হয়ে থাকে।

সেচের বিভিন্ন পদ্ধতি রয়েছে। যেমন:প্লাবন সেচ,নালা সেচ,বৃত্তাকার সেচ,ফোয়ারা সেচ, বর্ডার সেচ প্রভৃতি।