বিষয়বস্তুতে চলুন

শ্বাসপ্রশ্বাসের বই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শ্বাসপ্রশ্বাসের বই পরবর্তী যুগ (রাজবংশ XXVI) এবং রোমান যুগের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন মিশরীয় অন্ত্যোষ্টিক্রিয়ার গ্রন্থ[] এটি পরকালে মৃত মানুষদের বিদ্যমান থাকাকে সক্ষম করার উদ্দেশ্যে লেখা। মানুষের জানা সর্বপ্রাচীন অনুলিপিটি ৩৫০ খ্রিস্টপূর্বাব্দের। অন্য অনুলিপিটি টোলমেইম এবং মিশরীয় ইতিহাসের রোমান কালে পাওয়া যায়। এটি মৃতের বইয়ের সরলীকৃত রূপ।

শ্বাসপ্রশ্বাসের বই

[সম্পাদনা]

শ্বাসপ্রশ্বাসের বই বলা হয় কারণ বইটি শুরু হয় এই ভাবেঃ

"শ্বাস‌প্রশ্বাসের বইয়ের শুরুতেই আইসিস তার ভাই ওসাইরিসকে পুনরুজ্জীবিত করার চেষ্ঠা করে, আপনার দেহ জ্যোতির্ময় করা জন্য, পুনরায় আপনার সারবত্তা পুনর্যৌবনে ..."

এবং আরোঃ

"আপনার স্বতন্ত্র অস্তিত্ব স্থায়ী, আপনার দেহ দীর্ঘস্থায়ী, আপনার মমি উন্মেষিত ... "

একে "শ্বাস‌প্রশ্বাসের অনুমতি" (Shait in Sensen অথবা Shai-N-Sin Sin) ও বলা হয়ে থাকে। জোসেফ স্মিথ পাপিরি I, X এবং XI তে, এটি করেছে আম্মোনের যাজক, হোর।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হোরনিং (১৯৯৯) পৃষ্ঠা - ২৩।

বহিঃসংযোগ

[সম্পাদনা]