বিষয়বস্তুতে চলুন

শেন ম্যাকম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেন ম্যাকম্যান
২০১৬ সালে শেন ম্যাকম্যান
জন্ম
শেন ব্র্যান্ডন ম্যাকম্যান

(1970-01-15) ১৫ জানুয়ারি ১৯৭০ (বয়স ৫৪)[]
পেশাসহ-চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা
(উইকাস্ট হোল্ডিংস ইনকর্পোরেটেড)
কর্মজীবন১৯৮৯–২০০৯, ২০১৬–বর্তমান
দাম্পত্য সঙ্গীমারিসা মাজোলা (বি. ১৯৯৬)
সন্তান
পিতা-মাতাভিন্স ম্যাকম্যান
লিন্ডা ম্যাকম্যান
আত্মীয়স্টেফানি ম্যাকম্যান
(বোন)
ভিন্স ম্যাকম্যান সিনিয়র
(পিতামহ)
রোডরিক ম্যাকম্যান
(প্রপিতামহ)
ট্রিপল এইচ
(দুলাভাই)
আরো ম্যাকম্যান পরিবার
রিংয়ে নামশেন ম্যাকম্যান
শেন স্টিভেনস
কথিত উচ্চতা6 ft 2 in[]
কথিত ওজন২৩০ পা (১০৪ কেজি)[]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
গ্রীনউইচ, কানেটিকাট
নিউ ইয়র্ক সিটি[]
প্রশিক্ষকফিল নার্স
অভিষেক১৯৮৯

শেন ব্র্যান্ডন ম্যাকম্যান[][] (জন্ম: জানুয়ারী ১৫, ১৯৭০)[] হলেন একজন ব্যবসায়ী এবং খন্ডকালীন পেশাদার কুস্তিগির যিনি ডাব্লিউডাব্লিউইর সংখ্যালঘু মালিক এবং উইকাস্ট হোল্ডিংস ইনকর্পোরেটেডের সহ-চেয়ারম্যান। তিনি বর্তমানে স্ম্যাকডাউনের কমিশনার হিসেবে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন।

শেন হলেন একজন চতুর্থ প্রজন্মের পেশাদার কুস্তিগির যিনি ম্যাকম্যান পরিবারের একজন সদস্য। তিনি ডাব্লিউডাব্লিউইতে ১৫ বছর বয়স হতে গুদামঘরে কাজ করা শুরু করেন, যেখানে তিনি পণ্যদ্রব্যের শৃঙ্খলার দিকটি দেখতেন। একই সাথে শেন একজন রেফারি, প্রযোজক, ঘোষক এবং পেশাদার কুস্তিগির, যখন তিনি ডাব্লিউডাব্লিউইর গ্লোবাল মিডিয়ার নির্বাহী উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত হন। তিনি রোডরিক ম্যাকম্যানের সর্বোৎকৃষ্ট নাতি, ভিন্স ম্যাকম্যান সিনিয়রের নাতি, ডাব্লিউডাব্লিউইর মালিক/চেয়ারম্যান/সিইও ভিন্স ম্যাকম্যান এবং সাবেক ডাব্লিউডাব্লিউই সিইও লিন্ডা ম্যাকম্যানের ছেলে, স্টেফানি ম্যাকম্যানের বড় ভাই এবং ডাব্লিউডাব্লিউইর কার্যনির্বাহী/পেশাদার কুস্তিগির ট্রিপল এইচের শালা।[]

একজন কুস্তিগির হিসেবে, শেন একবার ডাব্লিউডাব্লিউই ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং একবার ডাব্লিউডাব্লিউই হার্ডকোর চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন। তিনি ডাব্লিউডাব্লিউইর অনেকগুলো ক্রীড়াসূচির মেইন ইভেন্টে খেলেছেন।

২০০৯ সালে, শেন ডাব্লিউডাব্লিউই হতে পদত্যাগ করে অন্যত্র চলে যান। পরবর্তীতে ২০১০ সালের শেষার্ধে তিনি ইউ অন ডিমান্ড নামক কোম্পানির সিইও পদে নিযুক্ত হন।[] ২০১৩ সালে ১২ জুলাই, শেন উক্ত পদ হতে সরে দাঁড়ান এবং ওয়েইচেং লিউকে উক্ত পদে নিযুক্ত করেন। সে সময় তিনি উক্ত কোম্পানির বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ সভাপতি ছিলেন। ২০১৬ সালে ২২ ফেব্রুয়ারি শেন ডাব্লিউডাব্লিউইতে পুনরায় ফিরে আসেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shane McMahon's Profile"। Online World of Wrestling। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০০৭ 
  2. "Shane McMahon's WWE bio"WWE। সংগ্রহের তারিখ মে ১৭, ২০১২ 
  3. Leiker, Ken; Vancil, Mark, সম্পাদকগণ (২০০৩)। WWE UnscriptedPocket Books। পৃষ্ঠা 201আইএসবিএন 978-0-7434-7761-1 
  4. "Info for Shane Vincent McMahon"। NNDB। সংগ্রহের তারিখ আগস্ট ২১, ২০০৭ 
  5. "WWE"। ৩০ এপ্রিল ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১৫, ২০০৭ 
  6. "WrestleMania X8 Shane McMahon FAQ – IGN FAQs"। IGN.com। নভেম্বর ২, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ৬, ২০০৭ 
  7. Shane McMahon's resignation letter to the WWE Universe
  8. Middleton, Marc। "News On Shane McMahon's Employment With YOD In China, More Speculation On His WWE Future"Wrestling Inc.। ১৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]