বেগম জান (চলচ্চিত্র)
বেগম জান बेगम जान | |
---|---|
পরিচালক | সৃজিত মুখোপাধ্যায় |
প্রযোজক | |
রচয়িতা | কৌসার মুনির (সংলাপ) |
চিত্রনাট্যকার |
|
কাহিনিকার | সুমের মালিক |
উৎস | সৃজিত মুখোপাধ্যায় কর্তৃক রাজকাহিনী |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | অমিতাভ বচ্চন |
সুরকার | অনু মালিক |
চিত্রগ্রাহক | গোপী ভগত |
সম্পাদক | মনীষা আর বালদায়া বিবেক মিশ্র |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹19 crore[১] |
আয় | ₹20.68 crore[২] |
বেগম জান সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ২০১৭ সালের ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। ছবিটি একই পরিচালকের বাংলা ভাষার চলচ্চিত্র রাজকাহিনীর হিন্দি পুনঃনির্মাণ। ছবিটি প্রযোজনা করেছেন মুকেশ ভাট, বিশেষ ভাট ও প্লে এন্টারটেইনমেন্ট। এই চলচ্চিত্রের শ্রেষ্ঠাংশে রয়েছেন বিদ্যা বালান, ইলা অরুণ, গওহর খান প্রমুখ।
চলচ্চিত্রটি ২০১৭ সালের ১৪ এপ্রিল ভারতে মুক্তি পায়।[৩] ছবিটি মধ্যম মানের ব্যবসা করে এবং নির্মাণ ব্যয় তুলতে সক্ষম হয়।
শ্রেষ্ঠাংশে
[সম্পাদনা]- বিদ্যা বালান - বেগম জান
- ইলা অরুণ - আম্মা
- নাসিরুদ্দিন শাহ্ - রাজা সাহেব
- রাজিত কাপুর - ইলিয়াস খান
- আশীষ বিদ্যার্থী - হরি প্রসাদ
- গওহর খান - রুবিনা
- পল্লবী শারদা - গুলাবো
- প্রিয়াঙ্কা সেতিয়া - জমিলা
- রিধীমা তিওয়ারী - আম্বা
- ফ্লোরা সাইনি - ময়না
- রবীজা চৌহান - লতা
- পুনম রাজপুত - রানী
- মিষ্টি চক্রবর্তী - শবনম
- গ্রেসি গোস্বামী - লাডলি
- পিতোবাস ত্রিপাঠী - সুরজিৎ
- তোরাল রসপুত্র
- সুমিত নিজাওয়ান - সলিম
- চাঙ্কি পাণ্ডে - কবির
সঙ্গীত
[সম্পাদনা]বেগম জান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন অনু মালিক। গানের কথা লিখেছন কৌসার মুনির। গানের অ্যালবাম প্রকাশিত হয় টাইমস মিউজিক এর ব্যানারে। আশা ভোঁসলের গাওয়া "প্রেম মে তোহরে" গানটি ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম প্রকাশিত হয়।[৪] দ্বিতীয় গান "আজাদিয়া"য় কণ্ঠ দেন সনু নিগম এবং রাহাত ফতেহ আলী খান।[৫]
গানের তালিকা
[সম্পাদনা]সকল গানের গীতিকার কৌসার মুনির; সকল গানের সুরকার অনু মালিক।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "প্রেম মে তোহরে" | আশা ভোঁসলে | ৩:৫৮ |
২. | "আজাদিয়া" | সনু নিগম, রাহাত ফতেহ আলী খান | ৬:৪১ |
৩. | "ও রে কাহারো" | কল্পনা পাটোয়ারী, আলতামাস ফরীদি | ৫:৪৮ |
৪. | "হোলি খেলে" | শ্রেয়া ঘোষাল, আনমোল মালিক | ৬:০৩ |
৫. | "প্রেম মে তোহরে (রিপ্রাইজ)" | কবিতা শেঠ | ৩:৫৮ |
৬. | "ও সুবাহ" | অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল | ৪:১৫ |
৭. | "মুরশিদা" | অরিজিৎ সিং | ৫:২৫ |
মোট দৈর্ঘ্য: | ৩৬:০৮ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Begum Jaan - Movie - Box Office India"। বক্স অফিস ইন্ডিয়া।
- ↑ "Begum Jaan Budget & 14th Day ( Second Week) Box Office Collection:Poor"। বক্স অফিস ইন্ডিয়া।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Ray, Dhritiman (১৪ এপ্রিল ২০১৬)। "Mahesh Bhatt's Rajkahini remake being shot in Jharkhand"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "'Prem Mein Tohre' from Begum Jaan: Asha Bhosle's song explores vulnerabilities of sex workers"। Firstpost (ইংরেজি ভাষায়)। ২০১৭-০২-১৪। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
- ↑ "'Aazaadiyan' from 'Begum Jaan': Sonu Nigam and Rahat Fateh Ali Khan create magic with the second track"। দ্য টাইমস অব ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৭।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে বেগম জান (ইংরেজি)
- রটেন টম্যাটোসে বেগম জান (ইংরেজি)
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ২০১৭-এর চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় নাট্য চলচ্চিত্র
- ভারতীয় পুনঃনির্মিত চলচ্চিত্র
- ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র
- সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত চলচ্চিত্র
- আনু মালিক সুরারোপিত চলচ্চিত্র
- মুম্বইয়ের পটভূমিতে চলচ্চিত্র
- ভারতে পতিতাবৃত্তি সম্পর্কে চলচ্চিত্র
- পাঞ্জাবের (ভারত) পটভূমিতে চলচ্চিত্র
- ভারত বিভাজনের পটভূমিতে চলচ্চিত্র
- জওহরলাল নেহেরুর সাংস্কৃতিক চিত্রায়ণ
- লর্ড লুই মাউন্টব্যাটেনের সাংস্কৃতিক চিত্রায়ণ
- মুহাম্মদ আলী জিন্নাহর সাংস্কৃতিক চিত্রায়ণ
- বল্লভভাই পটেলের সাংস্কৃতিক চিত্রায়ণ
- বাংলা চলচ্চিত্রের হিন্দি পুনর্নির্মাণ
- ২০১০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র