বিমলনাথ
অবয়ব
বিমলনাথ | |
---|---|
১৩শ জৈন তীর্থঙ্কর | |
পূর্বসূরি | বাসুপূজ্য |
উত্তরসূরি | অনন্তনাথ |
রাজপরিবার | |
রাজবংশ/বংশ | ইক্ষ্বাকু |
পরিবার | |
পিতামাতা | কৃতবর্মণ (পিতা) সুরম্যা (শ্যামা) (মাতা) |
্কল্যাণক / গুরুত্বপূর্ণ ঘটনাবলি | |
জন্ম | ১.৬ X ১০২১১ বছর আগে কামপিল্যা |
মোক্ষের স্থান | সম্মেদ শিখর |
বৈশিষ্ট্য | |
বর্ণ | সোনালি |
প্রতীক | শূকর |
উচ্চতা | ৬০ ধনুষ (১৮০ মিটার) |
বয়স | ৬,০০০,০০০ বছর |
কেবলকাল | |
যক্ষ | ষট্দুখ |
যক্ষিণী | বিজয়া |
জৈনধর্ম |
---|
ধর্ম প্রবেশদ্বার |
জৈন বিশ্বতত্ত্ব অনুসারে, বিমলনাথ ছিলেন বর্তমান কালচক্রার্ধের (‘অবসর্পিণী’ যুগ) ১৩শ তীর্থঙ্কর। জৈন বিশ্বাস অনুসারে, তিনি সকল কর্মের বন্ধন ছিন্ন করে ‘সিদ্ধ’ (মুক্ত আত্মা) হয়েছিলেন। বিমলনাথের পিতা ছিলেন ইক্ষ্বাকু-বংশীয় রাজা কৃতবর্মণ এবং মাতা ছিলেন রানি শ্যামা দেবী। বিমলনাথ কামপিল্যাতে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় পঞ্জিকা অনুসারে, তাঁর জন্মতিথিটি হল মাঘ শুক্লা তৃতীয়া।
জীবন
[সম্পাদনা]বিমলনাথ ছিলেন বর্তমান কালচক্রার্ধের (‘অবসর্পিণী’ যুগ) ১৩শ তীর্থঙ্কর।[১] জৈন বিশ্বাস অনুসারে, তিনি সকল কর্মের বন্ধন ছিন্ন করে ‘সিদ্ধ’ (মুক্ত আত্মা) হয়েছিলেন। বিমলনাথের পিতা ছিলেন ইক্ষ্বাকু-বংশীয় রাজা কৃতবর্মণ এবং মাতা ছিলেন রানি শ্যামা দেবী। বিমলনাথ কামপিল্যাতে জন্মগ্রহণ করেছিলেন। ভারতীয় পঞ্জিকা অনুসারে, তাঁর জন্মতিথিটি হল মাঘ শুক্লা তৃতীয়া।
বিখ্যাত মন্দির
[সম্পাদনা]- কাম্পিল্যা জৈন মন্দির, কাম্পিল্যা, উত্তরপ্রদেশ
- জৈন মন্দির, দুবাই
- শ্রীবিমলনাথ স্বামী জৈন শ্বেতাম্বর মন্দির, বিবওয়েওয়াডি, মহারাষ্ট্র
- শ্রীবিমলনাথ ভগবান তীর্থ, ধুলে
ছবি
[সম্পাদনা]-
শ্রীবিমলনাথ স্বামী জৈন শ্বেতাম্বর মন্দির, বিবওয়েওয়াডি
-
জৈন পূজাবেদিতে বিমলনাথের বিগ্রহ
-
বিমলনাথের মিনিয়েচার চিত্র, যোধপুর, আনুমানিক ১৮০০ খ্রিস্টাব্দ
-
বিমলনাথের বিগ্রহ, বিষাণগড়
আরও দেখুন
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে বিমলনাথ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
পাদটীকা
[সম্পাদনা]- ↑ Tukol 1980, পৃ. 31।
তথ্যসূত্র
[সম্পাদনা]- Tukol, T. K. (১৯৮০), Compendium of Jainism, Dharwad: University of Karnataka