প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল
ডাকনাম | না বিয়াচাইলি ই নগ্লাস (সবুজ ঘেরা বালক) ফিয়ানা ডে জ্যাক (জ্যাকের সেনা) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | স্টেফেন কেনি | ||
অধিনায়ক | শেমাস কোলম্যান | ||
সর্বাধিক ম্যাচ | রবি কিন (১৪৬) | ||
শীর্ষ গোলদাতা | রবি কিন (৬৮) | ||
মাঠ | আভিভা স্টেডিয়াম | ||
ফিফা কোড | IRL | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৬০ (২১ ডিসেম্বর ২০২৩)[১] | ||
সর্বোচ্চ | ৬ (আগস্ট ১৯৯৩) | ||
সর্বনিম্ন | ৭০ (জুন–জুলাই ২০১৪) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৬০ ১৩ (১২ জানুয়ারি ২০২৪)[২] | ||
সর্বোচ্চ | ৮ (মার্চ–এপ্রিল ১৯৯১, এপ্রিল ২০০২, আগস্ট ২০০২) | ||
সর্বনিম্ন | ৬৩ (মে ১৯৭২) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
আয়ারল্যান্ড ১–০ বুলগেরিয়া (কলোঁব, ফ্রান্স; ২৮ মে ১৯২৪) | |||
বৃহত্তম জয় | |||
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড ৮–০ মাল্টা (ডাবলিন, আয়ারল্যান্ড; ১৬ নভেম্বর ১৯৮৩) | |||
বৃহত্তম পরাজয় | |||
ব্রাজিল ৭–০ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড (উবেরলান্দিয়া, ব্রাজিল; ২৭ মে ১৯৮২) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ৩ (১৯৯০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (১৯৯০) | ||
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৩ (১৯৮৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ১৬ দলের পর্ব (২০১৬) |
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল (আইরিশ: Foireann peile náisiúnta Phoblacht na hÉireann) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২৪ সালের ২৮শে মে তারিখে, প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ফ্রান্সের কলোঁবের অনুষ্ঠিত উক্ত ম্যাচে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড বুলগেরিয়াকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
৫১,৭০০ ধারণক্ষমতাবিশিষ্ট আভিভা স্টেডিয়ামে দি বয়েজ ইন গ্রিন নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্টেফেন কেনি এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এভার্টনের রক্ষণভাগের খেলোয়াড় শেমাস কোলম্যান।
প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড এপর্যন্ত ৩ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯০ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ইতালির কাছে ১–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড এপর্যন্ত ৩ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০১৬-এর ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা ফ্রান্সের কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
রবি কিন, শাই গিভেন, জন ও'শিয়া, জন অলড্রিজ এবং নায়াল কুইনের মতো খেলোয়াড়গণ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং
[সম্পাদনা]ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের আগস্ট মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড তাদের ইতিহাসে সর্বপ্রথম সর্বোচ্চ অবস্থান (৬ষ্ঠ) অর্জন করে এবং ২০১৪ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ৭০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৮ম (যা তারা সর্বপ্রথম ১৯৯১ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৬৩। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৫৮ | কাতার | ১৪০৭.৩ | |
৫৯ | ফিনল্যান্ড | ১৪০১.৩১ | |
৬০ | প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড | ১৩৯৯.৬ | |
৬১ | ঘানা | ১৩৮৪.১৯ | |
৬২ | আলবেনিয়া | ১৩৮২.৬৯ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৫৯ | ২ | বলিভিয়া | ১৬১২ |
৬০ | ১৩ | প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড | ১৬০৮ |
৬১ | ৬ | ইসরায়েল | ১৬০৩ |
৬২ | ২ | সৌদি আরব | ১৫৮৫ |
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ
[সম্পাদনা]ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ প্রত্যাখ্যান | |||||||||||||
১৯৩৪ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ৬ | ৯ | ||||||||
১৯৩৮ | ২ | ০ | ১ | ১ | ৫ | ৬ | |||||||||
১৯৫০ | ৪ | ১ | ১ | ২ | ৬ | ৭ | |||||||||
১৯৫৪ | ৪ | ২ | ০ | ২ | ৮ | ৬ | |||||||||
১৯৫৮ | ৪ | ২ | ১ | ১ | ৬ | ৭ | |||||||||
১৯৬২ | ৪ | ০ | ০ | ৪ | ৩ | ১৭ | |||||||||
১৯৬৬ | ৩ | ১ | ০ | ২ | ২ | ৫ | |||||||||
১৯৭০ | ৬ | ০ | ১ | ৫ | ৩ | ১৪ | |||||||||
১৯৭৪ | ৪ | ১ | ১ | ২ | ৪ | ৫ | |||||||||
১৯৭৮ | ৪ | ১ | ১ | ২ | ২ | ৪ | |||||||||
১৯৮২ | ৮ | ৪ | ২ | ২ | ১৭ | ১১ | |||||||||
১৯৮৬ | ৮ | ২ | ২ | ৪ | ৫ | ১০ | |||||||||
১৯৯০ | কোয়ার্টার-ফাইনাল | ৮ম | ৫ | ০ | ৪ | ১ | ২ | ৩ | ৮ | ৫ | ২ | ১ | ১০ | ২ | |
১৯৯৪ | ১৬ দলের পর্ব | ১৫তম | ৪ | ১ | ১ | ২ | ২ | ৪ | ১২ | ৭ | ৪ | ১ | ১৯ | ৬ | |
১৯৯৮ | উত্তীর্ণ হয়নি | ১২ | ৫ | ৪ | ৩ | ২৪ | ১১ | ||||||||
২০০২ | ১৬ দলের পর্ব | ১২তম | ৪ | ১ | ৩ | ০ | ৬ | ৩ | ১২ | ৮ | ৩ | ১ | ২৫ | ৬ | |
২০০৬ | উত্তীর্ণ হয়নি | ১০ | ৪ | ৫ | ১ | ১২ | ৫ | ||||||||
২০১০ | ১২ | ৪ | ৭ | ১ | ১৩ | ১০ | |||||||||
২০১৪ | ১০ | ৪ | ২ | ৪ | ১৬ | ১৭ | |||||||||
২০১৮ | ১২ | ৫ | ৫ | ২ | ১৩ | ১১ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | কোয়ার্টার-ফাইনাল | ৩/২১ | ১৩ | ২ | ৮ | ৩ | ১০ | ১০ | ১৪১ | ৫৬ | ৪৩ | ৪২ | ১৯৯ | ১৬৯ |
অর্জন
[সম্পাদনা]
শিরোপা[সম্পাদনা]
|
অন্যান্য[সম্পাদনা]
পুরস্কার[সম্পাদনা]
|
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট থেকে ইতিহাস (ইংরেজি)
- ফিফা-এ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩১ মে ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড জাতীয় ফুটবল দল (ইংরেজি)