বিষয়বস্তুতে চলুন

ডোয়েন প্রিটোরিয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোয়েন প্রিটোরিয়াস
ব্যক্তিগত তথ্য
জন্ম (1989-03-29) ২৯ মার্চ ১৯৮৯ (বয়স ৩৫)
র‌্যান্ডফন্তেইন, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১৯)
২৫ সেপ্টেম্বর ২০১৬ বনাম আয়ারল্যান্ড
শেষ ওডিআই৫ অক্টোবর ২০১৬ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-বর্তমানহাইভেল্ড লায়ন্স (জার্সি নং ২৯)
২০১০-২০১৬নর্থ ওয়েস্ট
২০০৯-২০১০নামিবিয়া (জার্সি নং ৭৭)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৩৩ ৪২ ৮০
রানের সংখ্যা ১৫ ১,৫৯৯ ৬৯৭ ১,১১১
ব্যাটিং গড় ১৫ ৩৯.৯৭ ৩৬.৬৮ ২০.৯৬
১০০/৫০ -/- ৪/৯ -/৬ -/২
সর্বোচ্চ রান ১৫ ১৭৭ ৭৭* ৬৫
বল করেছে ১০৮ ৪,৯৩১ ১,৭৮১ ১,০৩৪
উইকেট ১০১ ৫০ ৫৪
বোলিং গড় ৪৭.০০ ২১.৩১ ২৫.৪৬ ২৫.০৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ১/১৯ ৭/৭৮ ৪/৩৫ ৪/২২
ক্যাচ/স্ট্যাম্পিং -/- ৬/- ৫/– ১৮/–
উৎস: ক্রিকইনফো, ৭ অক্টোবর ২০১৬

ডোয়াইন প্রিটোরিয়াস (ইংরেজি: Dwaine Pretorius; জন্ম: ২৯ মার্চ, ১৯৮৯) র‌্যান্ডফন্তেইন এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।[] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে হাইভেল্ড লায়ন্স, নর্থ ওয়েস্টে প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলে থাকেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন তিনি।

২০১৫ সালের আফ্রিকা টি২০ কাপে নর্থ ওয়েস্ট ক্রিকেট দলের পক্ষে অংশগ্রহণ করেন।[]

খেলোয়াড়ী জীবন

[সম্পাদনা]

২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র একদিনের আন্তর্জাতিকে অ্যান্ডিল ফেহলাকওয়াইওয়ের সাথে তারও অভিষেক ঘটে। বল হাতে ১৯ রান দিয়ে একটি উইকেট দখল করেন। দক্ষিণ আফ্রিকার ২০৬ রানের জয়ে তাকে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি।[]

সেপ্টেম্বর, ২০১৬ সালে ক্রিস মরিসের হাঁটুর আঘাতের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে খেলার জন্য প্রিটোরিয়াসকে অন্তর্ভুক্ত করা হয়।[] সিরিজের তৃতীয় ওডিআইয়ে নিজস্ব দ্বিতীয় খেলায় অংশ নেন। ছয় ওভারে ৪২ রান দিয়ে কোন উইকেট না পেলেও ব্যাট হাতে ২০ বলে ১৫ রান তুলেন। এছাড়াও চতুর্থ ওডিআইয়ে জর্জ বেইলি’র উইকেট নেন। খেলায় তিনি ৭ ওভারে ১/৩৩ পান। তবে তাকে ব্যাট ধরার প্রয়োজন হয়নি। ৫ম ওডিআইয়ে তাকে না নিলেও দক্ষিণ আফ্রিকা ৫-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Dwaine Pretorius"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৫ 
  2. North West Squad / Players – ESPNcricinfo. Retrieved 31 August 2015.
  3. "Ireland tour of South Africa, Only ODI: South Africa v Ireland at Benoni, Sep 25, 2016"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "Knee injury sidelines Morris for two months"ESPNcricinfo। ESPN Sports Media। ২৩ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৬ 

আরও দেখুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]