কর্নওয়ালিস কোড
অবয়ব
কর্নওয়ালিস কোড ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে ৪৮টি রেগুলেশন বা আইন জারি করেন। এই রেগুলেশনগুলী কর্নওয়ালিস কোড নামে পরিচিত। এই কোড প্রনয়নের উদ্দেশ্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রের উপযোগী প্রশাসনিক ব্যবস্থা এবং আইনবিধানের প্রবর্তন করা। ১৭৯৩ সালের ১ মে কর্নওয়ালিস কোড ঘোষিত হয়। মূলত চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস কোডের প্রধান উপাদ্য বিষয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Benians, Ernest Alfred; Newton, Arthur Percival; Rose, John Holland (১৯৪০)। The Cambridge History of the British Empire (ইংরেজি ভাষায়)। CUP Archive।