বিষয়বস্তুতে চলুন

আন্ডার দ্য টাস্ক্যান সান (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্ডার দ্য টাস্ক্যান সান
পরিচালকঅড্রে ওয়েলস
প্রযোজক
  • টম স্টার্নবার্গ
  • অড্রে ওয়েলস
চিত্রনাট্যকারঅড্রে ওয়েলস
উৎসফ্রান্সেস মায়েজ রচিত আন্ডার দ্য টাস্ক্যান সান (১৯৯৪)
শ্রেষ্ঠাংশে
সুরকারক্রিস্টোফার বেক
চিত্রগ্রাহকজিওফ্রে সিম্পসন
সম্পাদক
  • আর্থার কোবার্ন
  • অ্যান্ড্রু মার্কাস
  • টড ই মিলার
পরিবেশকটাচস্টোন পিকচার্স
মুক্তি২৬ সেপ্টেম্বর, ২০০৬ (যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১১৩ মিনিট
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১৮ মিলিয়ন[]
আয়$৫,৮৮,৭৮,৭২৩[]

আন্ডার দ্য টাস্ক্যান সান (ইংরেজি: Under the Tuscan Sun) ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন রোমান্টিক কমেডি এবং ড্রামা চলচ্চিত্র। চলচ্চিত্রটির চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক ছিলেন অড্রে ওয়েলস। ছবিটি মূল ভূমিকায় অভিনয় করেছেন ডায়ান লেন। চলচ্চিত্র মূলত ফ্রান্সেস মায়েজের ১৯৯৪ সালে প্রকাশিত স্মৃতিচারণমূলক রচনা আন্ডার দ্য টাস্ক্যান সান-এর উপর ভিত্তি করে সৃষ্ট।

সদ্য ডিভোর্সপ্রাপ্ত একজন লেখিকা ঝোঁকের বশবর্তী ইতালির টাস্ক্যানিতে একটা বিশাল ভিলা কিনে ফেলে আর আশা করে তার জীবনের মোড় ঘুরে যাবে।[] এ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ডায়ান লেন সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনীত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Under the Tuscan Sun"Box Office Mojo। সংগ্রহের তারিখ মার্চ ২০, ২০১২ 
  2. "Under the Tuscan Sun"Internet Movie Database। সংগ্রহের তারিখ মার্চ ২০, ২০১২ 
  3. "Awards for Under the Tuscan Sun"Internet Movie Database। সংগ্রহের তারিখ মার্চ ২০, ২০১২