Facebook Page: https://www.facebook.com/theWarlock.io
- 🌱 প্রজেক্টটির উদেশ্য
☞ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য একটি প্রোগ্রামিং রিসোর্ প্লাটফর্ম তৈরি করা যা কেবল সংশ্লিষ্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের দেওয়া টাস্ক/পরিক্ষার প্রশ্ন এবং ল্যাব রিপোর্ট/এসাইনমেন্টের উপর ভিত্তি করে গড়ে উঠবে।
☞ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদেরকে গিট ভার্সন কন্ট্রোলিং এর মতো বহুল ব্যবহারিত প্রযুক্তির সাথে পরিচিত করানো।
☞ একই কোর্সের বিভিন্ন ধরনের প্রশ্ন সম্পর্কে জানতে পারা এবং প্র্যাক্টিস করা।
★ সম্মানিত শিক্ষকগন প্রতি সেমিস্টারে পড়ানো কোর্সের টাস্ক/ পরিক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ল্যাব টাস্ক দেওয়ার মাধ্যমে সহোযোগিতা করতে পারেন।
➤ ডিপার্ট্মেন্টের প্রতিটি ব্যাচ থেকে কিছু ছাত্র ভাই প্রতি সেমিস্টারে পড়ানো কোর্সের টাস্ক/ পরিক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ল্যাব টাস্ক দেওয়ার মাধ্যমে সহোযোগিতা করতে পারেন।
প্রজেক্টে কনট্রিবিউট করার পদ্ধতি:
গিটহাব/ গিট পারেন নাহ এমন সবার জন্য:
☞ আপনি গুগল ড্রাইবে আপনার কোড শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আপনার শেয়ারকৃত ফাইলটি উক্ত মেইলে দিতে পারবেন[email protected]
।
☞ আপনি গিট/গিটহাব পারেন নাহ তবে এর ব্যাবহার জানতে আগ্রহী তাহলে আপনাকে ৩ টি ধাপ ফলো করতে হবে -
ধাপ ১: প্রথমে Github.com
এ Sign-up / Sing-in করুন।
ধাপ ২: Create repository option থেকে একটি নতুন রিপো ওপেন করুন এবং আপনার রিপোর জন্য নাম দিয়ে পরবর্তী অংশ যান এবং বাকি অংশ As it is রেখে দিন।
ধাপ ৩: নিদিষ্ট অংশে আপনার ফাইল জাস্ট drag & drop করুন এবং Commit টি save করুন। ব্যাস হয়ে গেল, আপনার রিপোর লিকংটি Email - [email protected]
এ send করুন অথবা মেসেজ করুন 01553341338
Telegram/ WhatsApp.
✔ গিটহাব/ গিট পারেন এমন সবার জন্য:
যাস্ট রিপোর লিংক শেয়ার করবেন মেইল বা WhatsApp/Telegram এ রিপো (অবশ্যই পাবলিক করে রাখবেন) অথবা অরগানাইজেশনের ভিতর ডিরেক্ট রিপো করে ফাইল সাবমিট করবেন।