বুধবার ঢাকা ১৪ মে ২০১৪, ৩১ বৈশাখ ১৪২১, ১৪ রজব ১৪৩৫

 
 
 
 
   
 
‘দুটি মনের পাগলামী’ ছবিতে নুপুর ও রোমিও
বিনোদন রিপোর্ট
জুলহাস চৌধুরী পলাশ পরিচালিত ‘দুটি মনের পাগলামী’ ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নবাগত নুপুর ও রোমিও। ছবিটিতে তাদের দুজনের অভিষেক হয়েছে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও লাল্টু বিশ্বাস। ছবিটি আগামী ২৩ মে মুক্তি পাবে বলে পরিচালক সূত্রে জানা গেছে।

বিনোদন'র সকল শিরোনাম

‘সারাদেশে সরকারের ছত্রছায়ায় গডফাদার সৃষ্টি হয়েছে’ হুসেইন মুহম্মদ এরশাদের এ বক্তব্য কি আপনি সমর্থন করেন?
হ্যাঁ
 না
 মন্তব্য নেই

 

ভারপ্রাপ্ত সম্পাদক : আবু বকর চৌধুরী, প্রকাশক : জাকারিয়া চৌধুরী।
রোড নং ১৩৮, প্লট নং ১/এ, গুলশান-১, ঢাকা-১২১২, ফোনঃ +৮৮-০২-৯৮৯২৮৩২, +৮৮-০২-৯৮৯৩৯২৩, +৮৮-০২-৯৮৯৩৯২৫, ফ্যাক্সঃ +৮৮-০২-৯৮৯৩৮০৯
ই-মেইল : [email protected], Developed by i2soft Technology