আব্দুল হালিম বুখারী
হাকিমুল ইসলাম, আল্লামা আব্দুল হালিম বুখারী | |
---|---|
মহাপরিচালক, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া | |
অফিসে ২০০৮ – ২১ জুন ২০২২ | |
পূর্বসূরী | নুরুল ইসলাম কদীম |
মহাসচিব, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ | |
অফিসে ১৯৮৩ – ২১ জুন ২০২২ | |
প্রধান সম্পাদক, মাসিক আত তাওহীদ | |
অফিসে ১৯৮২ – ২১ জুন ২০২২ | |
সভাপতি, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ | |
অফিসে ২০১৬ – ২১ জুন ২০২২ | |
পূর্বসূরী | মুফতি আবদুর রহমান |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | জানুয়ারি ১৯৪৫ |
মৃত্যু | ২১ জুন ২০২২ সিএসসিআর হাসপাতাল, চট্টগ্রাম | (বয়স ৭৭)
সমাধিস্থল | মকবরায়ে আজিজি, জামিয়া পটিয়া, চট্টগ্রাম |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | বাংলাদেশি |
সন্তান | ৪ |
পিতামাতা |
|
জাতিসত্তা | বাঙালি |
যুগ | আধুনিক |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | হাদিস, ফিকহ, তাসাউফ, বাংলা, আরবি, উর্দু ও ফারসি সাহিত্য, ইসলামি ইতিহাস, সমাজসেবা, লেখালেখি |
উল্লেখযোগ্য কাজ | তাসহিলুত ত্বহাভি (ব্যাখ্যাগ্রন্থ)
তাসহিলুল উসুল (মূল) তাসহিলুত তিরমিজি (ব্যাখ্যাগ্রন্থ) |
যেখানের শিক্ষার্থী |
|
আত্মীয় | আব্দুর রহিম বুখারী (ভাই) |
মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত
| |
যাদের প্রভাবিত করেন |
দেওবন্দি আন্দোলন |
---|
সিরিজের অংশ |
আব্দুল হালিম বুখারী (জানুয়ারি ১৯৪৫ – ২১ জুন ২০২২) ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, শিক্ষাবিদ, ধর্মীয় লেখক, বক্তা, সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতি, ইসলামি সম্মেলন সংস্থা বাংলাদেশ ও বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার সভাপতি এবং জামিয়া পটিয়ার মুখপাত্র মাসিক আত তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন। ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ গঠিত হলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।
জন্ম ও বংশ
[সম্পাদনা]বুখারী জানুয়ারি ১৯৪৫ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানার রাজঘাটা (তৎকালীন সাতকানিয়ার অন্তর্গত) গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল গণী বুখারী।[১] তার পরদাদা সৈয়দ আহমদ বুখারী উজবেকিস্তানের বোখারার বাসিন্দা ছিলেন। বৈরী পরিবেশে তিনি চীন-ভারত হয়ে ইয়াঙ্গুনে হিজরত করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে বসতি স্থাপন করেন। [তথ্যসূত্র প্রয়োজন]
শিক্ষাজীবন
[সম্পাদনা]তিনি নিজ গ্রামের রাজঘাটা হোসাইনিয়া আজিজুল উলুম মাদ্রাসায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন। তারপর আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় ভর্তি হয়ে ১৯৬৪ সালে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। ১৯৬৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বাংলা সাহিত্য ও গবেষণা বিভাগে অধ্যয়ন করেন। তিনি টাঙ্গাইল আলিয়া মাদ্রাসা থেকে আলিম ও কামিল, গোপালপুর মাদ্রাসা থেকে ফাজিল ১ম বিভাগে উত্তীর্ণ হন। তিনি টাঙ্গাইল কাগমারী কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন।[২] পাশাপাশি তিনি লাহোর ডন হোমিওপ্যাথিক কলেজে বায়োক্যামিকের উপর ২ বছর মেয়াদী কোর্স সম্পন্ন করেন।[১]
কর্মজীবন
[সম্পাদনা]শিক্ষকতার মাধ্যমে তিনি কর্মজীবনের সূচনা করেন। ১৯৬৭ — ১৯৬৮ পর্যন্ত তিনি টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। এরপর তিনি সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসায় যোগদান করেন। ১৯৭২ সালে তিনি পুনরায় টাঙ্গাইল দারুল উলুম আলিয়া মাদ্রাসায় চলে যান। ১৯৭২ — ১৯৮২ পর্যন্ত সেখানে মুহাদ্দিস ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় চলে আসেন।[১]
২০০৩ — ২০০৮ পর্যন্ত জামিয়ার সহকারী পরিচালকের দায়িত্ব পালনের পর ২০০৮ সালে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক মনোনীত হন।[১]
১৯৮২ থেকে জামিয়ার মুখপাত্র মাসিক আত তাওহীদের প্রধান সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলাদেশের অন্যতম কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন ১৯৮৩ থেকে।[৩] জামিয়া পটিয়ার অধীনে পরিচালিত বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার তিনি সভাপতি ছিলেন।[৪]
সারাদেশে ইসলামী সম্মেলন আয়োজন করার লক্ষ্যে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৫ পর্যন্ত তিনি এই সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালে মুফতি আবদুর রহমানের মৃত্যুবরণের পর তিনি সভাপতির দায়িত্ব পান।[৫] তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরীয়াহ সুপারভাইজারি কমিটির সভাপতিও ছিলেন।[৬][১] ২০১৮ সালে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের স্বীকৃতি প্রদানের নিমিত্তে আল হাইআতুল উলয়া গঠিত হয়। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব হিসেবে পদাধিকার বলে তিনি এর স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।[৭] ২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তাকে উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়।[৮]
তাসাউফ
[সম্পাদনা]তিনি মুফতি আজিজুল হকের খলিফা জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ হ্নীলার সাবেক শায়খুল হাদিস শাহ মুহাম্মদ ইসহাকের নিকট বায়’আত গ্রহণ করেন এবং খেলাফত লাভ করেন।[৯]
পরিবার
[সম্পাদনা]তিনি চট্টগ্রামের সাতকানিয়া নিবাসী মাওলানা এরশাদের কন্যা খালেসা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন৷ তার চার ছেলে ও তিন মেয়ে। পরিবারের সবাই ইসলামি কর্মকাণ্ডে জড়িত। [তথ্যসূত্র প্রয়োজন]
বই
[সম্পাদনা]তার উল্লেখ্যযোগ্য রচনার মধ্যে রয়েছে:[১]
- তাসহিলুত ত্বহাভি
- তাসহিলুল উসুল
- তাসহিলুত তিরমিজী ইত্যাদি
মৃত্যু
[সম্পাদনা]তিনি ২০২২ সালের ২১ জুন চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[১০] প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেন।[১১] তাকে মাকবারায়ে আজিজিতে দাফন করা হয়।[১২]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]- ↑ ক খ গ ঘ ঙ চ মাহদী, সালিমুদ্দিন (২৩ সেপ্টেম্বর ২০২০)। "মাওলানা মুফতি শাহ্ আব্দুল হালীম বােখারী দা.বা. এর সংক্ষিপ্ত জীবন ও কর্ম"। কওমিপিডিয়া।
- ↑ "যাদের মাধ্যমে লেখালেখি ও উচ্চ শিক্ষায় প্রাণীত হয়েছি: ড. আফম খালিদ হুসাইন"। বাংলানিউজ২৪.কম। ২০২১-০৩-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩।
- ↑ ব্যুরো, কক্সবাজার। "ইমাম মুসলিম ইসলামিক সেন্টারে দাওরায়ে হাদিসের ক্লাস উদ্বোধন"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০২।
- ↑ "বাংলাদেশ তাহফীজুল কুরআন সংস্থার পরিচিতি"। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০২।
- ↑ "ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের কমিটি পুনর্গঠন"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২০-০৯-১১।
- ↑ "Members of Shariah Supervisory Committee: Shahjalal Islami Bank"। www.sjiblbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১।
- ↑ "আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের স্থায়ী কমিটি"। আল হাইআতুল উলয়া। ২০২০-০৯-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৩।
- ↑ ডেস্ক, ওয়েব (১৫ নভেম্বর ২০২০)। "হেফাজতের পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২০২০-১১-১৫।
- ↑ রিদওয়ানুল কাদির উখিয়াভী, হাফেজ, মাওলানা (আগস্ট ২০১৩)। "ঝরে গেল আজিজী কাননের সর্বশেষ পুষ্পটিও আল্লামা শাহ মােহাম্মদ ইসহাক ( সদর সাহেব ) রহ ."। মাসিক আল আবরার। বসুন্ধরা, ঢাকা: মারকাযুল ফিকরিল ইসলামী বাংলাদেশ: ৩৬,৩৭,৩৮। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "আল্লামা আবদুল হালিম বোখারী আর নেই"। দৈনিক কালের কণ্ঠ। ২১ জুন ২০২২।
- ↑ "আল্লামা আবদুল হালিম বোখারীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক"। জাগোনিউজ২৪.কম। ২১ জুন ২০২২।
- ↑ খালিদ হোসেন, আ ফ ম (২৬ জুন ২০২২)। "চলে গেলেন এক বিদগ্ধ শরিয়াহ স্কলার"। দৈনিক নয়া দিগন্ত।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- উল্লাহ, মুহাম্মদ আহসান (২০২১)। বাংলা ভাষায় হাদিস চর্চা (১৯৫২-২০১৫) (পিএইচডি)। বাংলাদেশ: ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৪৩৪–৪৩৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- শ্বেতপত্র: বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন। মহাখালী, ঢাকা-১২১২: মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। ফেব্রুয়ারি ২০২২। পৃষ্ঠা ১১৪–১১৬।
- মাহদী, সালিমুদ্দিন (২৩ সেপ্টেম্বর ২০২০)। "মাওলানা মুফতি শাহ্ আব্দুল হালীম বােখারী দা.বা. এর সংক্ষিপ্ত জীবন ও কর্ম"। কওমিপিডিয়া।
- ১৯৪৫-এ জন্ম
- ২০২২-এ মৃত্যু
- দেওবন্দি ব্যক্তি
- বাংলাদেশী মুফতি
- চট্টগ্রাম জেলার ইসলামি ব্যক্তিত্ব
- আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থী
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সুন্নি ইসলামের পণ্ডিত
- হানাফি ফিকহ পণ্ডিত
- আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক
- ২০শ শতাব্দীর ইসলামের মুসলিম পণ্ডিত
- আল হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সদস্য
- আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব
- ইসলামের মুসলিম পণ্ডিত
- হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা
- বাংলাদেশী ইসলামপন্থী
- বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য
- বাংলাদেশী ইসলাম ধর্মীয় নেতা
- বাংলাদেশী সুন্নি মুসলিম পণ্ডিত
- হানাফী ব্যক্তি
- সুন্নি সুফি
- বাঙালি আলেম