চার দেশের নাটক নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে নয় দিনব্যাপী নান্দীমুখ আন্তর্জাতিক নাট্য উৎসব।
Published : 27 Nov 2015, 11:16 PM
শুক্রবার নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রামের নাট্য সংগঠন ‘নান্দীমুখ নাট্যদল’র ২৫ বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবে বাংলাদেশ, ভারত, নেপাল ও নরওয়ের নয়টি দল তাদের নাটক মঞ্চস্থ করবে। উৎসব শেষ হবে ৫ ডিসেম্বর।
উৎসবের উদ্ধোধনীতে মেয়র নাছির বলেন, “মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা, হতাশা, ভালোবাসা-এসব ব্যক্ত করার জন্য নাটক হচ্ছে এ জনপদের প্রাচীন শিল্পমাধ্যম।”
এ উৎসবের মাধ্যমে অন্য দেশের শিল্প-সংস্কৃতির সঙ্গে মিথষ্ক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের নাটক আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উৎসবে বাংলাদেশের নাট্য সংগঠন নান্দীমুখ, নাট্যতীর্থ, নাগরিক নাট্যসম্প্রদায়’র পাশাপাশি ভারতের নাট্যদল ’প্রাচ্য’, ’গোবরডাঙ্গা নকশা’, ‘অসম রঙ্গ কথা’ ও ’আত্ম পরিচয়’, নেপালের ’মান্দালা থিয়েটার’ এবং নরওয়ের নাট্যদল দ্য সামি ন্যাশনাল থিয়েটার অংশ নিচ্ছে বলে উৎসবের আয়োজক নান্দীমুখ নাট্যদলের প্রধান অভিজিৎ সেনগুপ্ত জানান।
তিনি বলেন, প্রতিদিন বিকাল ৫টা থেকে উৎসবের শুরুতে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে নজরুল সঙ্গীত, চট্টগ্রামের লোকগান, পঞ্চকবির গান, নৃত্য, গণসঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করা হবে।
অভিজিৎ বলেন, ভারতের নাট্যদল ‘অসম রঙ্গ কথা’র প্রযোজনা ‘সূত্র’ মঞ্চায়নের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়েছে।
২৮ নভেম্বর ভারতের আরেক নাট্যদল ’গোবরডাঙ্গা নকশা’ মঞ্চস্থ করবে তাদের বহুল মঞ্চায়িত নাটক ‘বিনোদিনী’।
২৯ নভেম্বর মঞ্চস্থ হবে নেপালের মান্দালা থিয়েটারের পুশকর শমসেরের ছোটগল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সারজমিন’, ৩০ নভেম্বর ভারতের ‘প্রাচ্য’ পরিবেশন করবে নিরীক্ষাধর্মী নাটক ‘টিপুর স্বপ্ন’।
২ ডিসেম্বর আয়োজক সংগঠন নান্দীমুখ পরিবেশন করবে নিরীক্ষাধর্মী প্রযোজনা ‘তবুও মানুষ’, ৩ ডিসেম্বর ভারতের নাট্যদল ‘আত্ম পরিচয়’ পরিবেশন করবে ‘এলাদিদি’।
৪ ডিসেম্বরে নাগরিক নাট্যসম্প্রদায় মঞ্চস্থ করবে ‘নাম-গোত্রহীন মান্টোর মেয়েরা’। আর ৫ ডিসেম্বর নরওয়ের নাট্যদল দ্য সামি ন্যাশনাল থিয়েটারের প্রযোজনা ‘আই এম ইনান্না’র পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
এই নাট্যোৎসবে ছয় গুণীজনকে সংবর্ধনা দেওয়া হবে বলে নান্দীমুখ নাট্যদলের প্রধান অভিজিৎ জানান।