সিবিএ নির্বাচনে ২০২৫-২০২৬ সেশনের জন্য মোহাম্মদ নুরুল হক সভাপতি এবং মো. ইসহাক খান সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
Published : 12 Dec 2024, 05:05 PM
কর্মচারী কল্যাণ ইউনিয়নের (সিবিএ) নবনির্বাচিতদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ব্যাংক।
বুধবার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা ছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার অনুষ্ঠানে বক্তব্য দেন।
সিবিএর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. ইসহাক খান সালাম।
সিবিএ নির্বাচনে ২০২৫-২০২৬ সেশনের জন্য মোহাম্মদ নুরুল হক সভাপতি এবং মো. ইসহাক খান সালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া মো. ফারুক হোসাইন সহ-সভাপতি, মো. বাবুল হোসেন সহ-সাধারণ সম্পাদক, মো. আমিরুল ইসলাম কোষাধ্যক্ষ, মো. ওবায়েদুল্লাহ চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মো. ইলিয়াস শিকদার প্রচার সম্পাদক এবং মো. আম্মার হোসাইন অফিস সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।