১৩ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

জাহান ই গুলশান

জাহান ই গুলশান

জন্ম ১৯৮০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। গ্রাজুয়েট স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ, ইয়োহা ওমেন্স ইউনির্ভাসিটি, দক্ষিণ কোরিয়া থেকে মাস্টার্স করেছেন। একজন ক্যান্সার সার্ভাইবার হিসেবে সমাজে ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন। ক্যান্সার লড়াকু, পরিচর্যাকারীদের স্বেচ্ছাসেবামূলক সংগঠন সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। ইতোমধ্যে ‘এখানে থেমো না ক্যান্সার লড়াকুদের বয়ান’ এবং ‘এখানে থেমো না: ক্যান্সার লড়াকু ও পরিচর্যাকারীদের বয়ান' শিরোনামে দুটি সংকলন সম্পাদনা ও প্রকাশ করেছেন। এছাড়া ক্যান্সারমুক্ত পৃথিবী ও নারী-পুরুষ সমতাভিত্তিক সমাজের স্বপ্ন দেখেন।